কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৮) নামের একজন চালক আহত হয়। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বিল্লাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে বলে জানা গেছে। তিনি মালবাহী ট্রাকের চালক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল মালবাহী ট্রাক। ওইসময় মহাসড়কের হারবাং স্টেশন এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত ট্রাক থাকা চালক ও বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, আহত ট্রাক চালককে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে বাসের যাত্রীরা সুস্থ রয়েছে। তবে দুর্ঘটনায় বাস ও ট্রাকের গ্লাসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ট্রাকের চালক ও বাসের যাত্রী উদ্ধার করে।
বাসের সকল যাত্রী সুস্থ রয়েছে এবং আহত ট্রাকের চালককে
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী স্টারলাইন পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##