চকরিয়া সরকারি কলেজে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা এগারোটার দিকে
কলেজ অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। “টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষিকা বুলবুল জান্নাত। তিনি বলেন “যুবরাই দেশের প্রধান শক্তি। তাদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের দুর্নীতি প্রতিরোধ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নিশিতা শিকদার এবং তাসপিয়া মনি। ধারণাপত্র অনুযায়ী সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে মোট ১০টি সুপারিশ উত্থাপন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন চকরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র প্রভাষক আবু সাদেক মোঃ সায়েম, সনাক সদস্য মোঃ বশির আহমেদ, রুনেন্দু বিকাশ দে, মোহাব্বত চৌধুরী, টিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মেহেদী হাসান সৌরভ।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে টিআইবি সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিআইবির অনুপ্রেরণায় ২০০৫ সালে গঠিত সনাক চকরিয়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চকরিয়াতে পরিচালনা করে আসছে।
তাঁরা আরও বলেন, যুব সমাজের মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যুব দিবসের তাৎপর্য, যুবসমাজের নেতৃত্বের বিকাশ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানের সভাপতি চকরিয়া সরকারি কলেজের
অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান সবক্ষেত্রেই যুবসমাজ ছিলো অগ্রভাগে।”
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে যুব শক্তির কোনো বিকল্প নেই। যে কোনো ধরণের বাঁধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুবকদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিজি সদস্য রবিউল হাসান এবং পরিচালনা করেন টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান সৌরভ। সার্বিক সহযোগিতা করেন সনাক চকরিয়া, ইয়েস এবং এসিজি সদস্যবৃন্দ। ##