এম জিয়াবুল হক, চকরিয়া::
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বুধবার ২৩ জুলাই একদিনে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসুচিতে অংশ নিয়েছেন।
এদিন সকালে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পেে আওতায় বাস্তবায়নধীন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ সমূহের অগ্রগতি পরিদর্শন করেছেন।
একইদিন দুপুরে জেলা প্রশাসক চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রশিদারবিল নুরুল হোছাইন হাউজ স্কুল রোড থেকে রেললাইন পর্যন্ত টেকসই আরসিসি দ্বারা সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত শেষে সড়কটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন।
দুপুর একটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা জুলাই যোদ্ধা আহসান হাবিব এর পরিবারের খোঁজ খবর নিতে তাঁর বাড়িতে যান। এসময় তিনি পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এসময় একটি এনজিও সংস্থার উদ্যোগে জুলাই যোদ্ধা আহসান হাবিবের পরিবারের মাঝে অনুদানের ৫০ হাজার টাকার একটি চেক বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, “শহীদদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবারের খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানো একটি প্রয়াস মাত্র।”
পরে শহীদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন জেলা প্রশাসক, ইউএনও সহ উপস্থিত সকলেই।
উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন ও নতুন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনসহ একদিনের নানা কর্মসুচিতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ওসি তদন্ত মোঃ ইয়াসিন মিয়া, চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ গোলাম মোস্তফা, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলা প্রতিনিধি শামসুল আলম সাঈদী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া চকরিয়া পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) ও গ্রাম পুলিশ সদস্যরা সাথে থেকে জেলা প্রশাসকের কর্মসুচিতে নানাভাবে সহযোগিতা দেন। #