নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (২৩ জুলাই) সকালে এই অভিযান চালানো হয়।
র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবিরছড়া এলাকার ইসমাইলের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত আছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা টিনের বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে মো. ইয়াসিন (২৫) এবং কেফায়েত উল্লাহ (২৪) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত মো. ইয়াসিন হাবিরছড়া এলাকার মো. ইসমাইলের ছেলে এবং কেফায়েত উল্লাহ একই এলাকার ইসলাম মিয়ার ছেলে।
তবে, অভিযান চলাকালীন তাদের সহযোগী দেলোয়ার হোসেন (২৮) নামে একজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।