ঢাকা, ০৪ আগস্ট – ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে এর মধ্যে ৬৫টি দল প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব দল আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে আবেদনপত্র বাছাইয়ে তারা বাদ পড়তে পারে।
অন্যদিকে বাকি ৮০টি দল নিবন্ধনের শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এবং বাছাইয়ে টিকে থাকার যোগ্যতা ধরে রেখেছে। এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে নিবন্ধন সংক্রান্ত কমিটি ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে।
নির্বাচন কমিশন চলতি বছরের ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন জমা নেওয়ার সুযোগ দিয়েছিল। ওই সময়ের মধ্যে ১৪৫টি দল আবেদন করে। সব আবেদন বাছাই করে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দলিলপত্র জমা দিয়ে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হলে দলকে ‘নিবন্ধনের অযোগ্য’ বিবেচনা করা হবে।
রোববার (৩ আগস্ট) ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রোববার তথ্য জমা দিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল বা অযোগ্য হলো, সে বিষয়ে দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে।