ঢাকা, ১৩ আগস্ট – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করছেন সেখানে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এছাড়া এদিন এশিয়াজুড়ে মানবাধিকার, গণতন্ত্র ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ একই হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।
প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রাজায়ায় ড. মুহাম্মদ ইউনূসের সফরের প্রথমদিন এ চুক্তি সই হয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫