শিরোনাম ::
জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার জুলাই-আগস্টের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপি নেতাসহ দুইজন আটক ৫ আগস্ট সারাদেশের সব পোশাক কারখানা বন্ধ চাঁদাবাজির দায় স্বীকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা রিয়াদের টেকনাফে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত, আহত আরো ৪ কক্সবাজারে দেয়ালে‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড় কক্সবাজারে ট্রেন দূঘর্টনায় প্রাণহানি; তদন্ত কমিটি গঠন ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি
August 3, 2025, 9:43 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রাজধানীতে দীর্ঘ যানজট, যানবাহনের ধীরগতিতে বিপাকে নগরবাসী

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ৩, ২০২৫


ঢাকা, ০৩ আগস্ট – সপ্তাহের প্রথম কর্মদিবসে তিন সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীর প্রাণকেন্দ্রের সড়কগুলোতে মানুষের চলাচলে চাপ বেড়েছে। এ ছাড়া এইচএসসি ও বিসিএস পরীক্ষার প্রভাব পড়েছে। এতে দীর্ঘ যানজট যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন নগরবাসী।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলকা ঘুরে বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে। এতে রাজধানীর বাসস্টপেজগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মমুখী যাত্রীদের গণপরিবহনের গেটে ঠেলাঠেলি করে উঠতে দেখা গেছে।

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন কাউন্টারে দাঁড়িয়ে যাত্রীরা বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যে যানজট গাড়িতে উঠলেও কখন গন্তব্যে পৌঁছাবো বলা কঠিন।

অন্যদিকে, যানবাহনের চালকেরা বলেন, যানজটের কারণে ১০ মিনিটের রাস্তা পেরুতে ঘণ্টা পেরিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, তিন সংগঠনের সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না। এ অবস্থায় ঢাকাবাসীকে বর্ণিত এলাকাগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টগুলো ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়- সোনারগাঁও সিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাঁটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্যভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

এ ছাড়া, নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আগত যানবাহনগুলোকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলো যথাসম্ভব পরিহার ও ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ আগস্ট ২০২৫

 



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: