রামু প্রতিনিধি::
কক্সবাজারের রামুতে সমাজে ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের সুনির্দিষ্ট ঘটনায় আদর্শ ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ জুলাই সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু সুরক্ষা নেট প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু সুরক্ষা নেট প্রকল্পের মোবিলাইজেশন সিস্টেম এন্ড স্ট্রেন্থ অফিসার তাজিন সরওয়ার ফারসি ও জুই জুলিয়ানা রিছিল, প্রকল্প সমন্বয়কারী জয়শ্রী পিউরিফিকেশন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- সমাজে কিশোর গ্যাং, বাল্য বিয়ে, মাদক, ইভটিজিং, ধর্ষনের মতো অপরাধ কর্মকান্ড প্রতিরোধে কিশোর-কিশোরীদের সচেতন হতে হবে। এসব প্রতিরোধের উপায় জেনে সময়মত পদক্ষেপ নিতে হবে। এছাড়াও জনকল্যাণমূলক কর্মকান্ড এবং ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশু কিশোরদের সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু সুরক্ষা নেট প্রকল্পের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।