রামু প্রতিনিধি::
শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা গুড নেইবারস।
গুড নেইবারস উখিয়া সিডিপি’র উদ্যোগে বুধবার, ২৩ জুলাই উখিয়া পালস বাংলাদেশ প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
উখিয়া উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের ১৭ জন সদস্য এ সভায় মতামত ব্যক্ত করেন।
গুড নেইবারস উখিয়া সিডিপির প্রোগ্রাম ম্যানেজার শফিউদ্দীন খানের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন, উখিয়া সিডিপির সিডিপি ম্যানেজার পৌলভক্ত মন্ডল।
সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ। সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার আচার্য।
সভায় বক্তারা, দেশ ও জাতির কাংখিত উন্নয়ন নিশ্চিতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল মহলের প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় সকল বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটির ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।