নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী এবং তুমব্রু সীমান্ত এলাকায় অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে সফলভাবে স্বদেশে প্রত্যাবর্তন করিয়েছে।
মঙ্গলবার ও বুধবার এই প্রত্যাবর্তন সম্পন্ন করে।
বিজিবি জানিয়েছে, বাইশফাঁড়ী এবং তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের এই নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গত এক থেকে দুই বছর ধরে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সাথে বসবাস করে আসছিল।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে এসব মিয়ানমার নাগরিকদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর এই কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবি আরও উল্লেখ করেছে যে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের আর কোনো তংচংঙ্গা বা উপজাতি সম্প্রদায়ের নাগরিক নেই।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,, বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।