শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে স্ত্রীসহ ভারত যাওয়ার পথে আ’লীগ নেতাকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? রাশিয়ার কাছাকাছি ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েনের নির্দেশ ট্রাম্পের মোহাম্মদপুর থানা ও রায়েরবাজার গণকবর পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি ইইউয়ের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার সব কমিটি থেকে নারীদের ‘সিস্টেমেটিক্যালি সাইড’ করা হয়েছে
August 2, 2025, 12:14 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে মাল্টা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, আগস্ট ১, ২০২৫


ভাল্লেত্তা, ০১ আগস্ট – মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে আন্তর্জাতিক মহলে রাষ্ট্রভিত্তিক স্বীকৃতির প্রবণতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের আরেকটি দেশে মাল্টা ঘোষণা দিয়েছে, তারা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

মাল্টার ঘোষণা আসে জাতিসংঘে অনুষ্ঠিত এক অধিবেশনে, যেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস্টোফার কুতাজার জানান, দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে মাল্টা দায়বদ্ধ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে আসছে মাল্টা, আর তাই এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও মন্ত্রিসভার বৈঠক শেষে জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তার দেশ। তবে এই স্বীকৃতির জন্য কিছু শর্ত রয়েছে, সেটি হলো- ফিলিস্তিনে ২০২৬ সালের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, যেখানে হামাস অংশ নিতে পারবে না ও ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রকে অস্ত্রহীন হতে হবে।

মাল্টা ও কানাডার এই সিদ্ধান্তের ফলে তাদের সঙ্গে একাত্মা প্রকাশ করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্যও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তার দেশও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইসরায়েল যদি আগামী আট সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তির রূপরেখায় রাজি না হয়, তাহলে যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এইসব ঘোষণায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সংখ্যা ১৪৫ ছাড়িয়ে যাবে। এর মধ্যে অন্তত এক ডজন ইউরোপীয় দেশ রয়েছে।

জাতিসংঘে আয়োজিত এই তিনদিনের সম্মেলনে বিশ্বের ১২৮টি দেশের প্রতিনিধি অংশ নেন। শেষ দিনে ‘নিউইয়র্ক কল’ নামের একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এই বিবৃতিতে ১৫টি পশ্চিমা দেশ স্বাক্ষর করেছে।

সবশেষে সৌদি আরবের রাষ্ট্রদূত অধিবেশন স্থগিত ঘোষণা করে জানান, সম্মেলনের সিদ্ধান্তসমূহ নিয়ে একটি চূড়ান্ত প্রস্তাবনাপত্র তৈরি করা হয়েছে, যা জাতিসংঘের সদস্যদের কাছে পাঠানো হবে ও সেপ্টেম্বরের শুরুতে তা অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

বিশ্লেষকদের মতে, এ বছরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বড় ধরনের কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদি আরও কয়েকটি বড় দেশ এই পথ অনুসরণ করে, তবে ইসরায়েল-ফিলিস্তিন সংকটে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: