শিরোনাম ::
ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ” সাড়ে ১৬ লাখ” টাকার ইয়াবা উদ্ধার, এক রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অভিযান চালিয়ে সাড়ে ১৬ লাখ টাকার অধিক মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) বিকেলে পরিচালিত এ অভিযানে ৫ হাজার ৫শ’ ৫০পিস ইয়াবা উদ্ধারসহ অভিযানে ১ রোহিঙ্গা মকদক পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে তথ্যটি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তদন্তকেন্দ্রের (থানা) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো,দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আল্ আমিনসহ নায়েক নাজমুল হোসেন,সবুজ মিয়া,শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ টেকনাফ-উখিয়া সড়কের টিভি টাওয়ারের বিপরীতে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমূখে বেতবুনিয় বাজার প্রবেশ টহলরত পুলিশ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫ হাজার ৫শ’ ৫০পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার ১নং বালুখালী শরণার্থী ক্যাম্পের এফ,সি,এন-১৩৩৬৯৪,ব্লক-বি/১৭ ক্যাম্প নং-৮ এর হেড মাঝি সোনা আলীর অধীনস্থ আবুল মন্ঞ্জুরের পুত্র ওসমান সরওয়ার (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে।

উদ্ধারকৃত ইয়াবা আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৬৫ হাজার টাকা বলে পুলিশ জানান।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুুতি চলছে বলে থানা সূত্রে জানাযায়। আর এদিকে, গ্রেফতারকৃত মাদককারবারি রোহিঙ্গা যুবককে শুক্রবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আদালতে সোপর্দ করবে বলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।


আরো খবর: