শিরোনাম ::
ছারছীনা পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সালাহউদ্দিন আহমেদ রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি গঠন করল সরকার ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান বাংলাদেশের দুপুরের মধ্যে সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস চকরিয়ায় নিজ বাড়িতে প্রবাস ফেরত রহিমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা রতন গ্রেপ্তার তত্ত্বাবধায়ক বিষয়ে একমত হলেও মূল বিরোধ প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুলসহ পাঁচজন নিহত
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেয়ে রাহা হাটছেন রণবীরের হাত ধরে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
মেয়ে রাহা হাটছেন রণবীরের হাত ধরে


মুম্বাই, ১৮ জুন – বলিউডের তারকা দম্পতির রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের মেয়ে রাহা কাপুরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ ছাড়েন না কখনোই।

রোববার (১৬ জুন) আলিয়া ইনস্টাগ্রামে রণবীরের সঙ্গে রাহার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। যা ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মন জয় করে নিয়েছে। দেখা যায়, পিছন থেকে তোলা ছবিতে রাহাকে তার বাবা রণবীরের সঙ্গে হাঁটছে।

রাহা একটি সুন্দর হলুদ রঙের পোশাক পরেছেন। এখানেই শেষ নয়, ম্যাচিং করে সাদা রঙের জুতো পরে আছে বাবা আর মেয়ে। আলিয়া তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলাদা করে ক্যাপশনের দরকার নেই।’

সেই পোস্টে গায়িকা হর্ষদীপ কৌর মন্তব্য করেছেন, ‘বাবার দিলবারো। যেখানে হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজনের বোন ফারাহ খান আলি কমেন্ট সেকশনে তিনটি হার্ট ইমোজি দিয়েছেন। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘এতখানি মিষ্টি। বাবা-মেয়ের খাঁটি ভালোবাসা।’

২০১৭ সালের জানুয়ারি থেকে ডেটিং শুরু হয় রণবীর আর আলিয়ার। ২০২২ সালের ১৪ এপ্রিলে বিয়ে করেন এ তারকা জুটি । আর জুনেই দেন প্রথম সন্তান আসতে চলার সুখবর। এরপর ২০২২ সালের ৬ নভেম্বর এই দম্পতি তাদের প্রথম কন্যা রাহাকে স্বাগত জানান।

উল্লেখ্য, আলিয়াকে আগামীতে তার হোম প্রোডাকশনে জিগরা ছবিতে দেখা যাবে। তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স মুভিতেও অংশ নিয়েছেন।

এদিকে রণবীর বর্তমানে নীতেশ তিওয়ারির রামায়ণের শুটিং করছেন। যা ঋষি তুলসীদাসের একই নামের প্রাচীন মহাকাব্য উপর ভিত্তি করে নির্মিত। ছবিতে রণবীর ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন এবং সাই পল্লবী দেবী সীতার ভূমিকায় রয়েছেন। রামায়ণ ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তারপর রণবীর শুরু করবেন অ্যানিম্যাল পার্কের কাজ।

আইএ/ ১৮ জুন ২০২৪





আরো খবর: