শিরোনাম ::
জুলাই সনদের খসড়ায় রয়েছে যে সাতটি অঙ্গীকার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানোর উদ্যোগ, নেমে আসতে পারে ৫৬-৬০ দিনে সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৪ ডিআইজিকে টরন্টোতে বাড়ির দাম কমছে কি কমছে না! মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় ৫৯০ শিক্ষার্থী রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী গাজায় ‘খাদ্য কেন্দ্র’ খোলার ঘোষণা ট্রাম্পের, সার্বিক নির্বাহীর দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র গণঅভ্যুত্থানকালে দায়ের করা ১৫ মামলায় পুলিশের চার্জশিট বীরভূমে পাচারচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতার
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

১৬০ বছরের পুরনো! সোনা-রুপো খচিত শতাব্দী প্রাচীন শাড়ি পরে আম্বানি জলসায় আলিয়া ভাট

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
১৬০ বছরের পুরনো! সোনা-রুপো খচিত শতাব্দী প্রাচীন শাড়ি পরে আম্বানি জলসায় আলিয়া ভাট


মুম্বাই, ১৩ জুলাই – আম্বানিদের রেড কার্পেটে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে ‘কাপুর বাড়ির বউ’ যে শাড়ি পরে গেলেন, সেই সাজপোশাক ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’।

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যে গোলাপি শাড়ি পরে বলিউডের ‘ফ্যাশন প্যারেডে’ নজর কেড়েছেন আলিয়া ভাট, সেই শাড়ির বয়স ১৬০ বছর। শতাব্দী প্রাচীন সেই শাড়ি সোনা, রুপায় খচিত।

জানা গেছে, অভিনেত্রীর শাড়িতে ৬ গ্রাম সোনা এবং মোট ৯৯% রুপা দিয়ে তৈরি জরির পার রয়েছে। ‘আশাবলী’ ডিজাইনের এই শাড়ি পুরোটাই তৈরি হয়েছে গুজরাতে। পিওর সিল্কের উপর সোনা, রুপা দিয়ে গুজরাতের অতিপ্রাচীন ডিজাইন ফুটে উঠেছে গোটা শাড়িতে। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার এক্সক্লুসিভ আর্কাইভাল কালেকশন থেকে এই শাড়ি আম্বানিদের বিয়ের জন্য বেছে নিয়েছেন আলিয়া।

ভিন্টেজ এই শাড়ির সঙ্গে মেটালিক অফশোল্ডার ব্লাউজ পরেছিলেন আলিয়া ভাট। তার সঙ্গে সোনা-পান্নার চোকার নেকলেস, কানে ঝুমকা আর টিকলি এবং হাতে বালা। আলিয়া ভাটের লুকে মুগ্ধ অনুরাগীরা। এমনকী স্ত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারেননি রণবীর কাপুরও!

এর আগে শাড়ির আভিজাত্য নিয়ে ‘মেট গালা’য় আগুন ঝরিয়ে দিয়েছিলেন আলিয়া ভাট। এমনকী রামমন্দির উদ্বোধনের দিনও রামায়ণ শাড়ি পরে অযোধ্যার গালিচায় চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন। একশো ঘণ্টায় তৈরি সেই শাড়িতে ফুটে উঠেছিল রাম-গাঁথা।

আইএ/ ১৩ জুলাই ২০২৪





আরো খবর: