গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::
দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) মহেশখালী থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
এই সময় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক পোস্ট মাস্টার মো. শফি (৬৫), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৬০)।
এছাড়াও হোয়ানক ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫) এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম (৫০), শাপলাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ-বিষয়ক সম্পাদক নুরুল কাদের (৪৫), মাতারবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন (৫৩) এবং অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল আলম (৭১) কেও গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের এই ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।