শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে স্ত্রীসহ ভারত যাওয়ার পথে আ’লীগ নেতাকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? রাশিয়ার কাছাকাছি ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েনের নির্দেশ ট্রাম্পের মোহাম্মদপুর থানা ও রায়েরবাজার গণকবর পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি ইইউয়ের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার সব কমিটি থেকে নারীদের ‘সিস্টেমেটিক্যালি সাইড’ করা হয়েছে
August 2, 2025, 12:21 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

১০ মিনিটে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সালকে!

ইমরান আল মাহমুদ
আপডেট: বুধবার, জুলাই ৬, ২০২২

ইমরান আল মাহমুদ:
কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা মামলার প্রধান আসামী সহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব-১৫)
সদস্যরা।

বুধবার(৬ জুলাই) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম।

তিনি জানান,গত ৩ জুলাই খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা নির্মমভাবে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। হত্যার ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব চিরুনি অভিযান শুরু করে। অভিযানে উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এজাহারের ১নং আসামী মূল অভিযুক্ত আজিজুল হক(৩৪) কে লিংকরোড তার নিকটাত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে মো. ফিরোজ আলম(৩৩) কে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা উভয়ই খুরুশকুল ডেইল পাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফয়সাল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান,হত্যার ঘটনা ১০ মিনিটের মধ্যে সংঘটিত হয়। গ্রেফতারকৃতদের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি। হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: