শিরোনাম ::
রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি ‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬২০ বিমানে মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, রহস্যজনকভাবে মরদেহ উধাও! বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে ইউএনও’র অভিযান : পাইপ ও ড্রেজার মেশিন জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাইপ ও ড্রেজার মেশিন জব্দ করেছে উখিয়া উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

শনিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় সাইফুল ইসলাম ভুট্টো ইজারার নাম ভাঙিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করে আসছে। এতে ড্রেজার মেশিন ব্যবহার করে পরিবেশের উপর বারোটা বাজিয়ে পাহাড় সাবাড় করে আসছিলো সে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানায়, “পালংখালীতে ইজারার নাম দিয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি পাচার ও ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের খবরে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জের সকল বিটের সংরক্ষিত বনভূমিতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীসহ বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় পালংখালীতে অবৈধভাবে মাটি পাচার ও ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনকালে অভিযান পরিচালনা করি। এসময় একটি ড্রেজার মেশিন,আনুষঙ্গিক যন্ত্রাংশ ও প্রায় দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত পাইপ ও ড্রেজার মেশিন উখিয়া রেঞ্জ অফিস হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”


আরো খবর: