শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক হরতালের সমর্থনে চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ার বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক বিস্ফোরণ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫




মস্কো, ২০ মার্চ – রাশিয়ার একটি কৌশলগত বড় বোমারু বিমানঘাঁটিতে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবারের (২০ মার্চ) এ হামলার পর সেটি দাউ দাউ করে জ্বলে উঠে। যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা যুদ্ধের সম্মুখভাগ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কর্মকর্তারা হামলার সত্যতা নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল একটি বিস্ফোরণ বিমানঘাঁটির চারপাশে ছড়াচ্ছে। ওই সময় আশপাশের কটেজগুলো বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন তারা ইউক্রেনের ১৩২টি ড্রোন ধ্বংস করেছেন।

রাশিয়ার এঙ্গেলসে অবস্থিত এই বিমানঘাঁটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টিইউ-১৬০ রাখা হয়।

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, এঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যেগুলোর আঘাতে একটি বিমানঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি এঙ্গেলসের কথা উল্লেখ না করলেও; ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিমানঘাঁটি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেন জানিয়েছে, এই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ মার্চ ২০২৫



আরো খবর: