শিরোনাম ::
প্রাণীর প্রতি ভালোবাসা – DesheBideshe ক্ষুধার জ্বালায় গাজাবাসী খাবার খুঁজছেন ময়লার ভাগাড়ে মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য সৌদির সঙ্গে চুক্তি হচ্ছে রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎ রামুতে রেলের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ, নারী শিশুসহ ৫ জন নিহত, উখিয়ায় অটোরিকশা চালকের আসনের নিচে মিলল ইয়াবা, চালক পলাতক চকরিয়ায় চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা
August 2, 2025, 8:30 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়?

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ২, ২০২৫


বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে অমঙ্গল হয়, স্বামীর ক্ষতি হয় বা আয়ু কমে যায় আমাদের সমাজে এ রকম ধারণা প্রচলিত আছে। তাই বিয়ের পরে স্ত্রীর সব সময় চুড়ি ও নাকফুল পরে থাকা বাধ্যতামূলক মনে করা হয়।

ইসলামের দৃষ্টিতে এ রকম ধারণা ভ্রান্ত, মনগড়া কুসংস্কার। কারো এ রকম বিশ্বাস থাকলে তা পরিত্যাগ করা আবশ্যক। আল্লাহ তায়ালা প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করে রেখেছেন। নির্ধারিত সময়ের আগে বা পরে কারো মৃত্যু হবে না।

আল্লাহ তাআলা বলেন, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দিয়ে দেই, আর যে আখিরাতের বিনিময় চায়, আমি তা থেকে তাকেও দেই এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব। (সুরা আলে ইমরান: ১৪৫)

আর ইসলামে চুড়ি বা নাকফুল পরা জরুরি এবং না পরা গুনাহের কাজও নয়। তাই চুড়ি বা নাকফুল না পরার কারণে রিজিক বা আয়ুতে বরকত কবে যাওয়ারও কোনো কারণ নেই।

ইসলামে নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল, গলার হার বা চেইন ইত্যাদি অলঙ্কার পরিধান করা জায়েজ। আরবে জাহেলি যুগ থেকে নারীদের এ রকম অলঙ্কার পরার প্রচলন ছিল। ইসলামও এই প্রচলন অনুমোদন করেছে। নবিজি (সা.) নারীদের অলঙ্কার পরিধান করতে নিষেধ করেননি।

তবে ইসলামে নারীদের অলঙ্কার পরিধান করাকে আবশ্যক করা হয়নি। অলঙ্কার পরিধান করতে উৎসাহও দেয়া হয়নি, এটাকে ফজিলতপূর্ণ বা মুস্তাহাবও বলা হয়নি। নারীরা তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী অলঙ্কার পরিধান করতে পারেন, নাও করতে পারেন। অলঙ্কার পরিধানের জন্য নাক-কান ফোঁড়াতে পারেন, নাও ফোঁড়াতে পারেন। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, নির্দেশ বা উৎসাহও নেই।

এনএন

 



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: