শিরোনাম ::
প্রাণীর প্রতি ভালোবাসা – DesheBideshe ক্ষুধার জ্বালায় গাজাবাসী খাবার খুঁজছেন ময়লার ভাগাড়ে মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য সৌদির সঙ্গে চুক্তি হচ্ছে রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎ রামুতে রেলের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ, নারী শিশুসহ ৫ জন নিহত, উখিয়ায় অটোরিকশা চালকের আসনের নিচে মিলল ইয়াবা, চালক পলাতক চকরিয়ায় চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা
August 2, 2025, 8:32 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পড়ালেখার খরচ জোগাতে পত্রিকা বিলি করতেন যুক্তরাষ্ট্রের দূত পিটার হাস

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, এপ্রিল ৮, ২০২৩
পড়ালেখার খরচ জোগাতে পত্রিকা বিলি করতেন যুক্তরাষ্ট্রের দূত পিটার হাস


ওয়াশিংটন, ০৭ এপ্রিল – পড়ালেখার ব্যয় মেটাতে সংবাদপত্র বিলি করাসহ বিভিন্ন ধরনের কাজ করতেন বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূত পিটার হাস। ‘চা উইথ পিটার’ নামের অনুষ্ঠানের দ্বিতীয় সিজনের প্রথম পর্বে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে এআরএসএম শোভন নামের একজনের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘পিটারের সঙ্গে চা চক্রে আপনাকে দেখে ভালো লাগছে। শোভনের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে, যেটা আরও ব্যক্তিগত। সে আমাকে জিজ্ঞাসা করেছে, আমার শৈশবের অবিস্মরণীয় স্মৃতি কী।

তিনি বলেন, ‘প্রশ্নটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। সেটি আমার জন্য খুব কঠিন হলেও আমি বলতে চাই, আসলে আমি হাই স্কুল ও কলেজে (বিশ্ববিদ্যালয়) লেখাপড়ার ব্যয় মেটানোর পাশাপাশি প্রতিদিনের খরচ জোগাতে দৃশ্যত অদ্ভুত কিছু কাজ করেছি। সেগুলোর মধ্যে খবরের কাগজ বিলি করা, লনের ঘাস কাটা, দারোয়ান, গামবল, ফ্যাক্টরিতে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে গামবল গোছানোসহ বিভিন্ন কাজ করেছি। আমি একটি গ্যাস স্টেশনে মাঝরাতের শিফটে কাজ করতাম।’

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমি গাড়ির মরিচা রোধে কাজ করেছি। একই সঙ্গে সম্ভাব্য শিক্ষার্থীদের আমার বিশ্ববিদ্যালয়ে ট্যুরেরও ব্যবস্থা করেছি। পড়ালেখার ক্রমবর্ধমান খরচ জোগাতে আমি এসব কাজ করেছি।’

এসব কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে জানিয়ে পিটার হাস বলেন, ‘বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠাবসা, স্বাধীনতা, দায়িত্বজ্ঞানসহ অনেক কিছু শিখেছি। আর সে কারণেই এগুলো আমার শৈশবের অবিস্মরণীয় স্মৃতি। প্রশ্নটা করার জন্য শোভনকে অনেক ধন্যবাদ।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ এপ্রিল ২০২৩





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: