শিরোনাম ::
চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভষ্মিভূত রোহিঙ্গা ক্যাম্প,এক সপ্তাহ ব্যবধানে পৃথক স্থানে অগ্নিকাণ্ড!

ইমরান আল মাহমুদ
আপডেট: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

ইমরান আল মাহমুদ:
রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের ব্যবধানে পৃথক পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার(৯ জানুয়ারি) উখিয়ার পালংখালী শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রবিবার বিকেলে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি জানান, রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্প-১৬ এর বি-১ ব্লকের রোহিঙ্গা মোহাম্মদ আলী(৩৫)’র বসতঘরের গ্যাসের চুলার মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিক বি ব্লক ও সি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের ৮টি টিম ও ৮এপিবিএন’র সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তথ্যে ১২শ ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

এক সপ্তাহ আগে গত ২ জানুয়ারি কুতুপালং ক্যাম্প-২০ এক্সটেনশন এ আইওএম পরিচালিত হাসপাতালের আইসোলেশন সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় হাসপাতালের বেড পুড়ে ছাই হয়ে যায়। ১৪এপিবিএন ও ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হাসপাতালের রোগী ও কর্মচারীদের নিরাপদে সরিয়ে আনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


আরো খবর: