শিরোনাম ::
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার মহেশখালীর দুর্ধর্ষ জসিম ডাকাত কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেফতার রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২ উখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক!

নিজস্ব প্রতিবেদক
আপডেট: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

মহেশখালী চ্যানেল থেকে ৩টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ৬ জন জলদস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

গ্রেফতারকৃত জলদস্যরা হলেন বাদশা মিয়ার ছেলে মো. নেজাম উদ্দিন (২১),মঞ্জুর মাঝির ছেলে মো.শাকিল (২৪),আবু তাহের এর ছেলে সাজ্জাদ (৩৫),আবুল কাশেম এর ছেলে মো.সুজন (২৪),শাহ আলম এর ছেলে মো.মানিক (৩২) ও ইউসুফ জালালের ছেলে মো. ওমর ফারুক (২১)।

শনিবার (১৫ জানুয়ারী) সন্ধায় অতিরিক্ত পুলিশ সুপার সিনি সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

এসময় তিনি জানান,গত শুক্রবার ( ১৪ জানুয়ারি) রাতে র‍্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে কতিপয় জলদস্যু কক্সবাজার জেলার সদর থানার খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল মাঝিরঘাট ব্রীজের নিচে সমবেত হয়ে মহেশখালী চ্যানেল দিয়ে সমুদ্রে বোট ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫,সিপিএসসি ক্যাম্প এর আভিযানিক দল তাদের গ্রেফতারের নিমিত্তে সাধারণ জেলের ছদ্মবেশে সমুদ্রে আভিযানিক তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে শুক্রবার ( ১৫ জানুয়ারি) রাত ১:০৫ টার দিকে বর্ণিত স্থান হতে কিছু ব্যক্তির অবস্থান সনাক্ত করে কাছে গেলে ডাকাত দলের সদস্যরা পলায়নকালে আভিযানিক দলের সদস্যরা তাদের ধাওয়া করে এবং ৬জন জলদস্যুকে গ্রেফতার করা হয়।

এসময় বর্ণিত ঘটনায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে অপরাধীদের হেফাজত হতে ১ টি দেশীয় একনলা বন্দুক,১ টি থ্রি-কোয়ার্টারগান,১ টি দেশীয় পিস্তল ও ১১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


আরো খবর: