শিরোনাম ::
বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি গঠন করল সরকার ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান বাংলাদেশের দুপুরের মধ্যে সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস চকরিয়ায় নিজ বাড়িতে প্রবাস ফেরত রহিমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা রতন গ্রেপ্তার তত্ত্বাবধায়ক বিষয়ে একমত হলেও মূল বিরোধ প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুলসহ পাঁচজন নিহত ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য বৈঠক শুরু গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চাই

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪
কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চাই


ঢাকা, ২১ জুন – ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১৮ সালে গোপনে বিয়ে করেন এই জুটি। দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান।

সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব-বুবলীর মাঝে। একপর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করলেও, নায়িকার দাবি- তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি।

যে কারণে প্রায়শই নিজেদের কর্মকাণ্ড কিংবা মন্তব্যে সংবাদের শিরোনাম হন এই দুই তারকা। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে হাজির হয়েও বুবলীর মুখে শোনা গেল শাকিব খানের কথা।

ওই অনুষ্ঠানে বুবলীর সঙ্গে হাজির ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। যেখানে ব্যক্তিজীবন, নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক-নায়িকা।

অনুষ্ঠানেরই এক ফাঁকে উপস্থাপিকা বুবলীকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে ওঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কে হতে চাইবেন?

জবাবে বুবলী বলেন, ‘ঘুম থেকে উঠে অবশ্যই বুবলীই হতে চাইতাম। তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কী চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য। এটা আসলে দরকার।’

এসময় উপস্থাপিকা বুবলীকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্নে বলেন, এতবছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি?

জবাবে এই নায়িকা বলেন, ‘শ্রাবণ্য, (উপস্থাপিকার নাম) অনেক মানুষই আছেন যারা ৩০ বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না। সেজন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে, তার ব্রেনে কী চলছে।’

একই প্রশ্ন রোশানকেও করেন উপস্থাপিকা। জবাবে এই নায়ক বলেন, ‘আমি আয়নার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম। তার মতোই হতে চাই। ওই সময়ে সে যে স্টাইল করতেন, সেটা এখনকার অভিনয়শিল্পীরা করেন।’

এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও জিয়াউল রোশানের রিভেঞ্জ সিনেমা। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে।

আইএ/ ২১ জুন ২০২৪





আরো খবর: