শিরোনাম ::
চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মোবাইল হারানোর জিডি না করেই কক্সবাজার ত্যাগ করলেন হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
মোবাইল হারানোর জিডি না করেই কক্সবাজার ত্যাগ করলেন হাসনাত আব্দুল্লাহ


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – কক্সবাজারের একটি হোটেলে বিশ্রাম নেওয়ার সময় মোবাইল ফোন খুইয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) না করেই গতকাল শুক্রবার ভোরে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার মুঠোফোন খোয়া যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ মুঠোফোনটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু তিনি (হাসনাত আব্দুল্লাহ) এ ব্যাপারে মৌখিকভাবে জানালেও কোনো জিডি বা লিখিত অভিযোগ করেননি।

এর আগে হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার জানান, তার ফোনটি স্যামস্যাং এস-২৪ আলট্রা মডেলের। হোটেলকক্ষে বেলা ১১টা পর্যন্ত তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে ফোন না পেয়ে জেলা প্রশাসনকে মৌখিকভাবে জানান।

জিডি বা অভিযোগ না করার বিষয়ে জানতে গতকাল হাসনাত আব্দুল্লাহর মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ মেলেনি। তার সফরসঙ্গী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের এক সমন্বয়ক জানান, রাতভর চেষ্টার পরও ফোন উদ্ধার করতে পারেননি হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ভোরে তিনি কক্সবাজার ত্যাগ করেন। তার এক জায়গায় আলোচনা সভা রয়েছে। সেখানে তিনি বক্তব্য রাখবেন।

পেকুয়া-চকরিয়ায় আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার কক্সবাজারের হিলটন হোটেলে ওঠেন হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে তার ফোনটি খোয়া যায় বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মোবাইল হারানোর জিডি না করেই কক্সবাজার ত্যাগ করলেন হাসনাত আব্দুল্লাহ first appeared on DesheBideshe.



আরো খবর: